সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন

0
74
সুজানগর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের কার্যক্রমের উদ্বোধন / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :


সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। রোববার বিকেলে পৌরসভার বিভিন্ন ড্রেন ও ভবনের আশপাশে মশা নিধন ওষুধ স্প্রে করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, জামায়াত নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, পৌরসভার কনজারভেন্সি ইনস্পেক্টর হাসান উদ্দিন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। তাই পানি জমতে পারে এমন পাত্র ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর মতো মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মধ্যেই রয়েছে ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পরে তিনি ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here