25 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামের ক্ষুদে বিজ্ঞানী তৈরি করেছে ৪২০ গ্রাম ওজনের কম্পিউটার

আরও পড়ুন

::: অপু ইব্রাহিম :::

পরিত্যক্ত যন্ত্রাংশ ব্যবহার মাত্র ৪২০ গ্রাম ওজনের কম্পিউটার তৈরি করে তাক লাগিয়ে দেয়েছে বন্দর নগরী চট্টগ্রামের এক মেধাবী কিশোর। শেখ নুর মোহাম্মদ  ঈশান নামের এই কিশোর বর্তমানে  নগরীর চৌমুহনি নুর মোহাম্মদ আইডিয়াল একাডেমিতে ৮ম শ্রেনীতে অধ্যয়নরত।

৮ম শ্রেণির শিক্ষার্থী এই ক্ষুুদে বিজ্ঞানী নিজের আবিষ্কারে পরিত্যক্ত যন্ত্রাংশ কাজে লাগিয়েছেন। শুধু ওজন নয় স্বল্প ব্যয়ের এই কম্পিউটার তৈরি করে ঈশান তার মেধার স্বাক্ষর রেখেছে।  পুরো কম্পিউটার তৈরিতে খরচ হয়েছে মাত্র ৪ হাজার টাকা।

ঈশানের দাবি, ‘ পরিত্যাক্ত পুরনো ল্যাপটপ/কম্পিউটারের যন্ত্রাংশ দিয়ে তৈরি করা এই কম্পিউটার ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে হালকা কম্পিউটার । এতো কম ওজনের কম্পিউটার আর কেউ আবিস্কার করেননি। ‘

ঈসানের তৈরি ৪২০ গ্রাম ওজনের কম্পিউটারে তেমন যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। আর মনিটরের সামনের অংশটুকুতে লাগানো হয়েছে  পুরনো ভাঙা পরিত্যাক্ত মনিটরের ডিসপ্লে। আর পেছনের দিকের ডিসপ্লের বডি বানানো হয়েছে  কাগজ দিয়ে। এমনকি মনিটরটি যে খুঁটি বা স্ট্যান্ড এর রাখা হয়েছে সেটিও কাগজ দিয়ে তৈরি। দেখা যায়  পুরো কম্পিউটারটির মূল কাঠামো  একটি কাগজের বাক্সের উপর দাঁড় করানো হয়েছে ।  শেখ ঈশানের এই আবিস্কার হার মানিয়েছে আধুনিক কম্পিউটারকেও। কারণ তার এই হালকা ওজনের কম্পিটারে যে পরিমাণ ফিচার রয়েছে তা আধুনিক কম্পিটারেও নেই।

ঈসান জানায়,  ফেলে দেওয়া নষ্ট মনিটর সংগ্রহ করে সেখান থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে  সেগুলোকে ঝালাই দিয়ে ব্যবহার করা হয়েছে নতুন এভ কম্পিউটারে। রয়েছে ডিসপ্লে ক্যামেরাসহ ওয়েব ক্যামেরাও। বসানো হয়েছে ৪জিবি রেম। ২৫৬ জিবি ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক। আবার চাইলে ইচ্ছেমত বাড়ানোও যাবে কম্পিউটারের কনফিগার।

ক্ষুদে বিজ্ঞানী নুর মোহাম্মদের  বাড়ি চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলায়।

এইবাংলা/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর