25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

দাঁতমারার বালুটিলা : অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মামলা

পিবিআইকে তদন্তের নির্দেশ

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে প্রবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ধারাবাহিক তান্ডবের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নয় ব্যক্তির নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের চতুর্থ ম্যাজিস্ট্রেট  আদালতে মামলাটি (সিআর-১০৭/২৩) দায়ের করেন ভুক্তভোগী ভুজপুর থানাধীন  পূর্ব সোনাই গ্রামের হোসনেআরা বেগম (৫৩)। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)  তদন্ত করার নির্দেশ দেয়।

মামলার এজাহারে  অভিযোগ করা হয়,  গত ২৫ শে মার্চ এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছে একটি পক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেবার অভিযোগও আনা হয়েছে বিবাদীদের বিরুদ্ধে।

মামলার এজাহারে অভিযোগ  করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের (মেম্বার) নেতৃত্বে সোমবার (২৭ শে মার্চ) রাতে  হোসনে আরা বেগমের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। মোটর সাইকেলে আগুন দেবার ঘটনা ঘটেছে। এছাড়া দুর্বৃত্তরা নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়া হয়।

মামলায় বিবাদী করা হয়েছে মাহফুজুর রহমান লাবু (৩৮)  জয়নাল আবেদীন (৩৮), শরিফুল ইসলাম (২৪), মাহবুবুর রহমান সুজন(২২),  মোহাম্মদ ইব্রাহিম (২৮), ইমন (৩০),   ইউসুফ আলী (৪৬), মীর হোসেন (৩৮), আবু বক্করকে  (২৮)।

হোসনে আরা বেগম বলেন, ‘ ইউনিয়ন পরিষদের নির্বাচনের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে মাসুদ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এরপর থেকে পুরো গ্রাম পুরুষ শুন্য। এই সুযোগে দফায দফায় গ্রামের বিভিন্ন  বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে নিরীহ  নারী ও শিশুদের নির্যাতন করা হচ্ছে। প্রবাসীদের বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হলেও প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থানীয় দাতমারা ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ইউছুফ আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে পরাজিত হন আকতার হোসেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। নির্বাচনে মাসুদ জয়ী প্রার্থী ইউছুফের হয়ে কাজ করেন। ওই বিরোধ কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ মারা যান।

প্রসঙ্গত, গত ২৫ শে মার্চ তারাবীর নামাজের পর গ্রামের মেম্বার সমর্থকদের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। ছুরিকাহত হয়ে মাসুদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পরে ইউসুফ মেম্বারের সমর্থকরা  দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। হত্যাকাণ্ডের ঘটনায় গত রবিবার ভূজপুর থানার মামলা করেছে মাসুদের পরিবার। পরে মো. শামীম (৩৫) ও দেলোয়ার হোসেন (২৮) নামের দুজনকে গ্রেফতার করে। এই ঘটনার জেরে ঈদের জন্য প্রবাস থেকে ফেরত যুবকদের বিভিন্ন  বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। গত তিনদিন ধরে পুরো এলাকাটিতে আতন্ক বিরাজ করছে।

এইবাংলা/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর