25 C
Dhaka
Thursday, October 2, 2025

ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে জরিমানা

আরও পড়ুন

::: চট্টগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রাম কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজনাকর ওষুধ, ডায়াবেটিস,পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধসহ বিভিন্ন প্রকার মলম ও ব্যাথানাশক তেলজব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, প্রতিষ্ঠানটির ওষুধ তৈরির কোন অনুমতি ছিলনা। তারা বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করে মধু বাজারজাত করেছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জিইসিতে পৃথক আরেকটি অভিযানে ফার্মাসিস্ট না থাকা, শুল্ক ফাঁকি ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এইবাংলা/তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর