24.3 C
Dhaka
Friday, October 3, 2025

রাঙামাটির ক্রীড়া অঙ্গনের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

আরও পড়ুন

::: মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি :::

রাঙামাটি ক্রীড়া অঙ্গনের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি রিজিয়ন।সোমবার (২৭মার্চ) সকালে রাঙামাটি সেনা রিজিয়নের নিজ কার্যলয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি।

রাঙামাটির কৃতি খেলোয়াড়দের মান উন্নয়নের অংশ হিসেবে রাঙামাটি রিজিয়ন, শেখ কামাল ২য় যুব গেমস এ পদক প্রাপ্ত, শেখ কামাল জাতীয় স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা এ পুরস্কার প্রাপ্ত এবং ১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়ন এ পদক জয়ী খেলোয়ারদের মাঝে এই সংবর্ধনা প্রদান করেন । এছাড়াও গত ১৯ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন বলেন, মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। রাঙামাটির খেলাধুলার উন্নয়নে রাঙামাটি রিজিয়ন যে কোন ধরনের সহযোগিতা সর্বদা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।

এইবাংলা/তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর