25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

আরও পড়ুন

::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের জগৎপুর গ্রামে মাটিবাহী টাক্টরের ধাক্বায় মোঃ নজরুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

গতকাল সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম জরুরী প্রয়োজনে বাজার যাচ্ছিলেন।বাড়ি থেকে রাস্তা কাছে হওয়ায় পায়ে হেটে যাবার সময় অপরদিক থেকে আসা মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত নজরুল জগৎপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৩০ মিনিটে তিনি মৃত্যু বরন করেন।

৪নং কলম ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের সাবেক মেম্বার মকুল আলী দীর্ঘদিন যাবত তার এক্সভেটর দিয়ে এলাকায় পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল। তাকে অনেক বার নিষেধ করা স্বত্তেও সে কোন তোয়াক্কা না করে গায়ের জোরে পুকুর খনন করে মাটি বিক্রির ব্যবসা করে আসছিলেন। আমি এই বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর