নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :
জুলাই জাতীয় সনদ ঘোষনা ও এর আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর ) দুপুরে জেলা প্রশাসক নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন দলটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, সেক্রেটারী সারোয়ারুল আলম বাবু,সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারী হাফেজ শহিদার রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মুজাহিদুল ইসলাম.ডিমলা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবু বক্কর সিদ্দিক আনসারী,জলঢাকা শাখার সভাপতি মাওলানা মনসের আলী প্রমূখ।
এই বাংলা/এমএস
টপিক