25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আরও পড়ুন

::: চট্টগ্রাম প্রতিনিধি :::

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের নির্দেশনায় ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল এ এলাকার মুরব্বিদের সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মোঃ জামাল উদ্দিন, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন, আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবনেতা এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবকলীগ কোতোয়ালি থানার সম্মেলন সমন্বয়ক কমিটির সদস্য মোঃ সোহেল ও আকবর হোসেন সাগর ও মোঃ ইমন প্রমুখ।

উল্লেখ্য,১৯২০ সালের এই দিন রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি। শেখ বংশের আদরের ‘খোকা’ পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে হয়ে ওঠেন ‘বঙ্গবন্ধু’।

- Advertisement -spot_img

সবশেষ খবর