24.3 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোরের বড়াইগ্রামে নাতিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দাদি আটক

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের বড়াইগ্রামে দাদির বিরুদ্ধে দুই বছরের নাতিকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগে দাদিকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে এই ঘটনা ঘটে।মৃত ওই শিশু নুর ইসলাম (২) গুরুদাসপুর উপজেলা সোনাবাজু পূর্বপাড়া গ্রামে শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির ছেলে।

অভিযুক্ত আটক দাদি সখেনা বেগম (৪৫) সোনাবাজু পূর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামে জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শাকিল হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধুর সঙ্গে কলহ বিবাদ চলে আসছিল শাশুড়ি সখেনা বেগমের। প্রায়ই পুত্রবধূকে মারপিট নির্যাতন করতেন তিনি। কয়েক দিন আগে মারপিট করলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় শাকিল হোসেন।

নিহত শিশুর মা বলেন, শনিবার উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহ নামের মামা শশুরের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছেলেন। সেখানে আমার শাশুড়িও আসেন। দুপুরে শিশুকে ঘুম পাড়িয়ে বাহিরে যান। পরে শাশুড়ি শিশুকে ঘুম থেকে তুলে জুস খাওয়ান। এরপর শিশু অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় শিশুটি।

সখেনা বেগম বলেন, আমার ছেলে কিনে নিয়ে আসা জুস আমি খাওয়াইছি। কিভাবে মারা গেল আমি জানিনা। আমার ক্ষতি করার জন্য ফাঁসানো হচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, দাদী সখেনা বেগমকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর