খাগড়াছড়ি প্রতিনিধি::
খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা করা হয়েছে। আজ বেলা ১১ টায় জেলা সিভিল কার্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করে তথ্য অফিস। সভা থেকে জানানো হয়, দুই ধাপে জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রম করা হবে। প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ১ লাখ ২২ হাজার ৬৮৬ জনকে এবং দ্বিতীয় ধাপে কমিউনিটি ভিত্তিক ৪৪ হাজার ৬৮১ জন শিশুকে টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে প্রায় ১ হাজার ৯শ’টি।
ওরিয়েন্টেশন থেকে টাইফয়েড ও টিকাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। টিকাদানের গুরুত্বসহ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।