27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ঘিওর থানায় ‘ওপেন হাউজ ডে’ ও দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: হুমায়ূন খালিদ খান সবুজ

ঘিওর, মানিকগঞ্জ: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে ‘ওপেন হাউজ ডে’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে ঘিওর থানা পুলিশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। সঠিক সেবা পেতে তিনি জনসাধারণকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ কোহিনূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মির্জা এজাজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রঞ্জিত কুমার দে মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ওসি কোহিনূর মিয়া মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর