আল আমিন, নাটোর প্রতিনিধি :
জুলাই গণঅভুত্থানে শহীদের পরিবারের দায়ের করা হত্যা মামলা থেকে আওয়ামীলীগের
নেতা -কর্মীদের বাঁচাতে নাটোরের ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ পরিবারের সদস্যরা।
আজ দুপুরে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় একটি রেষ্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তৎকালীন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেস থেকে গত ৬ আগস্ট শহীদ মেহেদি হাসান রবিন, মিকদাদ হোসেন খান আকিব, শরিফুল ইসলাম মোহন এবং ইয়াসিন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় শহীদ পরিবারের সদস্যরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ শতাধিক আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। কিন্তু সে সব মামলায় ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেতা কর্মীদের বাঁচাতে একটি মহল শহীদ পরিবারদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
অথচ বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন ওই চার শহীদ পরিবার গেজেটভুক্ত সহ সকল সুযোগ সুবিধা পেয়ে আসছে। তাই একটি মহল আওয়ামীলীগ নেতা কর্মীদের মামলা থেকে বাঁচাতে যে ষড়যন্ত্র শুরু করেছে শহীদ পরিবারের সদস্যরা তা প্রতিহত করবে।
গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় আগুনে পুড়ে যাওয়ারা শহীদ নয়, নামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে নাটোরের চার শহীদের নাম থাকায় তারই প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করে শহীদ পরিবারের সদস্যরা। এসময় সংবাদ সম্মেলনে শহীদ মেহেদি হাসান রবিন হাসানের সহধর্মীনি ওয়াহিদা হাসান, মিকদাদ হোসেন খান আকিব এর পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।