25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা -স্বামী গ্রেফতার

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরের বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি পরশ মন্ডলকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়া কাজে বাধা দেওয়ায় স্ত্রী মোছা. আন্নি খাতুনকে (২১) স্বামী পরশ মন্ডল নির্যাতন করে মুখে বিষ খাইয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় বাগাতিপাড়া থানায় আন্নির ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামি ধরতে মাঠে নামে র‌্যাব। পরে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে প্রধান আসামি পরশ মন্ডলকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আন্নি খাতুনের সঙ্গে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে আন্নিকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন। গত ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এরপর জোরপূর্বক বিষপান করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাতে আন্নি মারা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি পরশ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারের পর আসামিকে থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর