আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরে স্থানীয় সেবাখাত সমূহে তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভয়েসে ফর চেঞ্জ প্রকল্পের আওতায় ও খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আলো ও ইয়থ উইম্যান ডেভেলপমেন্ট সোসাইটি সহযোগীতায় খান ফাউন্ডেশন কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, ভয়েসে ফর চেঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা শাহীনা লাইজু, প্রশিক্ষণ সহযোগী ইসমত আরা ইয়াসমিন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মোঃ সালাউদ্দিন প্রমূখ।
এসময় প্রশিক্ষকরা স্থানীয় সেবা খাত সমূহে নাগরিকের সেবা প্রাপ্তি নিশ্চিতে তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন, ব্যবস্থাপনা, নাগরিক পরিবীক্ষণ এবং এর প্রক্রিয়াসমূহ, তথ্য অধিকার আইন, কমিউনিটি স্কোরকার্ড এবং কমিউনিটি স্কোরকাড বিষয়ে বিশদ আলোচনা করেন। এই প্রকল্প ও প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্যই হল একটি অংশগ্রহণ ও সহযোগীতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নাগরিক ও সরকারকে একত্রিত হয়ে একটি ইতিবাচক ও পারস্পারিক সম্পর্ক তৈরী করে নাগরিক সেবাসমূহ নিশ্চিত করা।