আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৮৭ জন প্রতিবন্ধী ও বিধবা নারীকে এককালীন প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অবহিতকরণ সভা ও কর্মশালায় এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত ও রিকের টিম লিডার এম এ রব পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসানও বক্তব্য দেন।
এর আগে বাগাতিপাড়ার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপকারভোগীদের নিয়ে জীবনদক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রুপভিত্তিক পাঁচ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।