25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

‎হবিগঞ্জে রশিদপুর গ্যাস ফিল্ডের পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::


‎হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্রের পুরাতন ৩ নম্বর কূপে নতুন গ্যাসের স্তর আবিষ্কৃত হয়েছে। কূপটির সংস্কার কার্যক্রম চলাকালে এই গ্যাসের সন্ধান মেলে।

‎শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রশিদপুর–৩ প্রকল্প সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করে। সূত্রটি জানায়, নতুন আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।

‎বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত এই প্রকল্পের আওতায় পুরাতন কূপটির সংস্কার কাজে ব্যয় হয়েছে আনুমানিক ৭৩ কোটি টাকা। গ্যাসের পাশাপাশি ওই কূপ থেকে তরল কনডেনসেট (হাইড্রোকার্বন) উত্তোলনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎প্রকৌশলীরা জানান, কূপটিকে পুনরায় উৎপাদনে আনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই গ্যাস উত্তোলন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

‎উল্লেখ্য, রশিদপুর গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের অন্যতম পুরোনো গ্যাস ক্ষেত্রগুলোর একটি। এখানে এর আগে বেশ কয়েকটি কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হয়েছে। পুরোনো কূপ পুনঃসংস্কারের মাধ্যমে নতুন গ্যাস আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর