25 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে আকস্মিক ডায়রিয়ার প্রাদুর্ভাব- ২৪ ঘন্টায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ডায়রিয়া রোগী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু, নারী-পুরুষ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

আজ বুধবার নাটোর আধুনিক সদর হাসপাতালে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা ও আশপাশের কয়েকটি এলাকার কয়েকজন ব্যক্তির পেটে ব্যথা ও পাতলা পায়খানা উপসর্গ দেখা দেয়। তাৎক্ষণিকভাবে রাতেই ওই এলাকার ৩০-৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্য পুরুষ ৬৬, মহিলা ৫৫ এবং শিশু ২৬ জন রয়েছে।

এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, শহরের ঝাউতলা এলাকার কিছু ডায়রিয়া রোগী শনাক্ত হয়েছে। রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ৮ পর্যন্ত ৬৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। এরপর দুপুর ১২ টা পর্যন্ত মোট ১৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, পানিবাহিত কারণে ডায়রিয়া রোগ ছড়িয়েছে। আজকে বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ মেডিসিন সরবরাহ করা হবে। হাসপাতালে আমাদের পর্যাপ্ত ওষুধ সরবারহ রয়েছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা যথাসাধ্য চিকিৎসাসেবা প্রদান করছেন।

এদিকে খবর পেয়ে নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর