আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোর জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা
প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংএ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক বলেন, নাটোরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় পর্যায়ে শহরের মধ্যে প্রবাহমান নারদ নদ পরিষ্কারকরণ ও দূষণমুক্ত, পলিব্যাগের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ কার্যক্রম নাটোরের অন্যতম দর্শনীয় স্থান গণভবন পরিষ্কার ও বাউন্ডারি ওয়াল রংকরণ কার্যক্রম এবং শিশু পার্কে নতুন রাইড সংযোজন কার্যক্রম চলমান আছে।
তিনি বলেন, ডিসি পার্কে চালু করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি আলোকিত বাতায়ন। নাটোরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। জেলার সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
প্রেস ব্রিফিং এ জানানো হয় আগামী ৫ সেপ্টেম্বর থেকে নাটোর জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন।