25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা

আরও পড়ুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে দলটির বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় শিকার হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের আদালত চত্বর থেকে ২০ থেকে ৩০ জনের একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়ক উপর বসে অবরোধ কর্মসূচি শুরু করে তারা।

পুলিশ তাদের ১০ মিনিট সময় দেন আন্দোলনের জন্য। এরপরেও তারা মহাসড়ক থেকে সরে না গেলে পুলিশ তাদের ঠেলে সরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে সরে যায়। এ সময় গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের সাবেক আহ্বায়ক মাহাফুজার রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষধ পঞ্চগড়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম, যুব অধিকার পরিষদ পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক সাহেদ আলী, গণঅধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক আবুল কালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং সেনা প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেকের বিচার দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর