25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধন অনুষ্ঠিত

আরও পড়ুন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

আজ দুপুর ১২দিকে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা ।

সরকারি মাধ্যমিক এর সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ নবম গ্রেড সহ বিসিএস ক্যাডার পদে অন্তর্ভূক্তকরন,স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা,শূন্যপদে দ্রুত পদোন্নতি ও পদায়ন,বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান এবং আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষনসহ সকল কার্যালয়ে স্বাতন্ত্র‍্য মর্যাদা রক্ষার দাবীতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন খাগড়াছড়ি সরকারি মাধ্যমিক স্কুলের এর সহকারী শিক্ষকেরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা ।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস)কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, বাসমাশিস জেলা কমিটির সাধারন সম্পাদক জনাব ইউসুফ আলী আদনান ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়বসু ত্রিপুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর