সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা ::
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংশ্লিষ্ট তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাসহ স্বৈরশাসনের স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে। তবে শিক্ষকরা জানিয়েছিলেন, লাইব্রেরি থেকে এসব বই আগেই সরানো হয়েছে। পরে দেখা যায়, লাইব্রেরির তাকেই এখনো বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বইগুলো সংগ্রহ করে আগুনে পুড়িয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের পড়াশোনার কোনো কাজে আসে না।
এ বিষয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, “আমি ক্যাম্পাসে ছিলাম না, তবে শুনেছি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক কিছু বই পুড়িয়ে দিয়েছে। ৫ আগস্টের পর এসব বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমার জানা ছিল। লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় লাইব্রেরিতে কী বই ছিল তা আমার জানা ছিল না।”