সানাউল্লাহ রেজা শাদ, বরিশাল::
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত এ ঘোষণা দেন।
তিনি বলেন, “শেবাচিম হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার ও মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে পূর্ণ শাটডাউনে যাব।”
ডা. সৈকত আরও বলেন, “বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আপাতত সেবা চালু থাকবে। কিন্তু এ সময়ের মধ্যে চিকিৎসক, কর্মচারী বা হাসপাতালের কোন স্থাপনার ওপর আবারও হামলা হলে আমরা তাৎক্ষণিক কর্মবিরতিতে যেতে বাধ্য হবো। এর দায়ভার হামলাকারীদের ওপরই বর্তাবে।”
সংবাদ সম্মেলনের আগে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীরের উপস্থিতিতে কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা হয়। তবে সভা শেষে তিনি গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি।
পরে হাসপাতালের সামনে বান্দরোডে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেন।