24.5 C
Dhaka
Friday, October 3, 2025

ভালুকায় পুলিশের অভিযান: বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

আরও পড়ুন

পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ:

ভালুকা, ১৮ আগস্ট ২০২৫: ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে থানা পুলিশ। অভিযানে ৫০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার ওয়াস জব্দ করা হয়েছে। এ সময় নরেশ চন্দ্র দাস (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি সোমবার  (১৮ আগস্ট) সকাল  ১১ টার দিকে পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, ভালুকার মল্লিকবাড়ি এলাকায় অবৈধ মাদক তৈরি ও বিক্রির তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। এ সময় নরেশ চন্দ্র দাসের বাড়ি থেকে ৫০ লিটার দেশীয় মদ এবং মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ১০০ লিটার ওয়াস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নরেশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, “স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত মদ ও ওয়াস ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, মল্লিকবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি চলছিল, যা এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের সঙ্গে সহযোগিতার জন্য প্রশংসা করেছেন।

গ্রেপ্তারকৃত নরেশ চন্দ্র দাস মল্লিকবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তাকে সোমবার (১৮ আগস্ট) সকালে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর