আল আমিন, নাটোর প্রতিনিধি ::
নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আবু তালেব (৫৫)। সে ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় আবু তালেব তার নিজ ধানের জমিতে কৃষিকাজ করছিলো। এ সময় আকস্মিক বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, আবু তালেব দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি বাড়িতে আসে এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।