বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৭ আগষ্ট) সকাল ৯ টার দিকে এ চিকিৎসাসোবা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চিকিৎসাসোবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিএসসি।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৩ বিজিবি অধীনস্থ কচুছড়িমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কচুছড়িমুখ এলাকায় স্থানীয় শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী নারী-পুরুষ ও শিশুদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম এএমসি।
এসময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।