মহিউদ্দীন চৌধুরী। (পটিয়া চট্টগ্রাম)::
চট্টগ্রামের পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা সম্পন্ন হয়।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশু বিনামূল্যে টিকা পাবেন।
বক্তার আরও বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। টাইফয়েড জ্বর সারা শরীরে ছড়িয়ে পড়ে অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে। তাই শিশুদের টিকা গ্রহণ করা খুবই জরুরি। পটিয়ায় মোট ৩৬৮টি বিদ্যালয়ের ৮৭৯১৬ জন শিক্ষার্থী ও ৩৭৭৮৩ কমিউনিটি শিশুসহ মোট ১২৫৭৯৯ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা টিক করেছে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শামিহা রওশনের সঞ্চালনায় ও পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) চট্টগ্রাম জেলার কর্মকর্তা ডা: মোহাম্মদ জাহেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল কান্তি নাথ, পটিয়া মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা: শুভ্র দেব, মেডিকেল অফিসার (আইসিটি) ডা: মোহাম্মদ নওশাদসহ প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে অনলাইন ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন পদ্ধতি ও টিকা গ্রহণের সুফল নিয়ে বিশদ আলোচনা করা হয়।