24.3 C
Dhaka
Friday, October 3, 2025

স্বরূপকাঠী বাস টার্মিনাল সংস্কারের অভাবে চরম দুর্ভোগ

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, পিরোজপুর::

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার একমাত্র বাস টার্মিনাল দীর্ঘদিন সংস্কারহীন থাকায় চরম অবহেলা ও অস্বাস্থ্যকর অবস্থায় পরিণত হয়েছে। খানা-খন্দে ভরা টার্মিনালে পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, চারদিকে ময়লা-আবর্জনার স্তূপ। এতে যাত্রী, চালক ও শ্রমিকরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো টার্মিনাল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘসময় জমে থাকে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বসার জায়গা ও পরিষ্কার টয়লেটের অভাবে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

বাস চালক আব্দুর রহিম বলেন, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যাত্রী উঠানামা করানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। ময়লার দুর্গন্ধও অসহনীয়।” নারী যাত্রী হুরে জান্নাতের অভিযোগ, “নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নেই, যাতায়াত করতে অসুবিধা হয়।”

বাস কাউন্টার পরিচালনাকারী মোঃ আব্দুল হাকিম জানান, “টার্মিনালের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, দ্রুত সংস্কার প্রয়োজন।” কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “আগে কিছু সংস্কার হয়েছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। এখন পুরো টার্মিনাল পানিতে ও কাদায় ভরপুর।”

স্বরূপকাঠী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খান জানান, “সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু হয়নি। বরাদ্দ মিললে দ্রুত কাজ শুরু করা হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “বর্ষায় পানি ও কাদা জমা এড়াতে দ্রুত আরসিসি ঢালাইসহ উন্নয়ন কাজ করা হবে, পাশাপাশি যাত্রীদের জন্য ছাউনির কাজও চলছে।”

সরকারি বরাদ্দ ও কার্যকর পদক্ষেপের দাবিতে স্থানীয়রা জানান, দ্রুত সংস্কার না হলে তারা আন্দোলনে নামবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর