25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

আরও পড়ুন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি::

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

সকালে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে মহাজন পাড়া সূর্যশিখা ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় তরুণ-তরুণীরা অংশ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর জিবিসি রেষ্টুরেন্টে এসে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করেন।

খাগড়াপুর জিবিসি রেষ্টুরেন্টে প্রাঙ্গণে আন্তজাতিক আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক চাথোয়াই মং মারমা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা ,
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা , পানছড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গা , সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম থানা কমিটি সভাপতি আকাশ ত্রিপুরা,

শোভাযাত্রা অংশ নিয়ে তরুণ-তরুণীরা পাহাড়ে নারী নির্যাতন বন্ধ, পাঠ্যপুস্তকে মাতৃভাষায় পাঠদান,পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত ,ভূমি অধিকার রক্ষা,ভূমি কমিশন কার্যকরসহ বিভিন্ন দাবি জানান।

এসময় আদিবাসী নেতারা অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি জাতিসংঘ ঘোষিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষর আহ্বান জানান। আদিবাসী স্বীকৃতি না মিললে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর