24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মানিকগঞ্জ দৌলতপুরে গাজা সহ স্বামী-স্ত্রী আটক

আরও পড়ুন

দৌলতপুর

মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা ইউনিয়ন এর বাচামারা কাচারী পাড়া থেকে দুই চিহ্নিত গাজা ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

গতকাল মোঃ সাহাদত ( ৩২)ও রিনা আক্তার  (২৮) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে দৌলতপুর থানা পুলিশ  গ্রেফতার করে।  রাত১০ঃ০০ ঘটিকার সময় দৌলতপুর থানা পুলিশ গোপনীয়তা  রক্ষা করে উভয় আসামিকে আটক করে ।মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬(১)সারনির১৯(ক)৪১ধারায় মামলা রুজু করে ( মামলা নং – ৩) আসামিদের hi কোর্টে পাঠান।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার এবং যেকোনো পরিস্থিতিতে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর