উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বর্তমানে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষ জানায়, স্বল্প সময়ের মধ্যে বিদেশ গমনেচ্ছু ও বেকার যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করছে পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বিশেষ ভূমিকা রাখছে ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ কর্তৃক পরিচালিত পঞ্চগড় টিটিসিতে যুব ও যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানে প্রতিদিনই সকাল এবং বিকেল এই দুই শিফটে দূর-দূরান্তে থেকে আসা প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন।
জানা গেছে, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মোবাইল ফোন সার্ভিসিং, ওয়েল্ডিং, সুইং মেশিন অপারেশন, ড্রাইভিং, কনজ্যুমার ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ট্রেডে সকাল-বিকাল চলছে প্রশিক্ষণ।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর গত ৯ বছরে ২ হাজার ২১৬ জন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এদের অনেকেই গেছেন দেশের বাইরে। কর্তৃপক্ষ বলছেন, বর্তমানে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি। স্বল্প সময়ের মধ্যে বিদেশ গমনেচ্ছু ও বেকার যুবকদের আত্মনির্ভরশীল করছে পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
প্রায় ২০০ আসন সম্বলিত চারতলা ডরমেটরি ভবন দূর-দূরান্তের প্রশিক্ষণার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করছে। তারা আরও জানায়, অত্যাধুনিক কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ ল্যাব এবং ইন্ডস্ট্রিয়াল সেলাই মেশিনের গার্মেন্টস ওয়ার্কশপে সকাল-বিকাল চলছে প্রশিক্ষণ। অত্যাধুনিক আর্ক ওয়েল্ডিং মেশিনসহ বুথ সমৃদ্ধ ওয়ার্কশপেও রয়েছে প্রশিক্ষণার্থীদের ভিড়। ড্রাইভিং ও গাড়ির ইঞ্জিনের কাজ শিখতে সবাই মাঠে বসে অপেক্ষা করেন সিরিয়ালের জন্য।
পঞ্চগড় সহড়ের নাঙ্গলগাঁও এলাকার গুলছানা ইয়াছমিন, সিএনবি মোড় এলাকায় নওশীন আতিয়া , টুনির হাটে রেহেনা পারভীন, পুরাতন পঞ্চগড়ের সুমাইয়া রেজওয়ানা জানান, ইতোপূর্বে অনেক খরচ করে ট্রেনিংয়ের জন্য ঢাকায় যেতে হলেও এখন নিজের জেলায় সেসব সুবিধা পাওয়া যাচ্ছে। বিভিন্ন ট্রেডে এখান থেকেই এখন ট্রেনিং নেওয়া যাচ্ছে। নারীরা আরও জানান, তিন মাসের বিভিন্ন বিষয়ে কোর্স চলছে উত্তরাঞ্চলের মানুষ গড়ার কারিগরি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই টিটিসি।
পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিনিয়র ইন্সট্রাক্টর হাসানুল বান্না বলেন, প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা নিয়ে সরকারিভাবে বিদেশ যেতে পারলে যেমন আত্মনির্ভরশীন হবে, তেমনি দেশের জন্য রেমিট্যান্স আসবে। প্রতিষ্ঠানটির অতিথি প্রশিক্ষক মোঃ আরিফুর রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে ড্রাইভিং ও কম্পিউটার ট্রেড দুটির চাহিদা রয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল হালিম বলেন, পঞ্চগড় বাগানবাড়ি , মীরগড় রোডে অবস্থিত, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, মনোরম পরিবেশে বেকার যুবক যুবতীদের ও প্রশিক্ষদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে।
বর্তমানে নিয়মিত পাঁচ টি ট্রেড এবং অ্যাসেট প্রজেক্ট ও সিসিপি প্রজেক্ট সহ প্রকল্পের আওতায় মোট ১৭ জন প্রশিক্ষক প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। তারা শতাধিক প্রশিক্ষার্থীকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করার কাজ করে চলেছেন। দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থান সৃষ্টি করে আত্মপ্রত্যয়ে বলিয়ান হতে চান এখানকার প্রশিক্ষণার্থী বেকার তরুণরা। তাদের ভরসার আশ্রয়স্থলে পরিণত হতে চলেছে আমাদের এই প্রতিষ্ঠানটি।