বামনা প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোঃ দেলোয়ারকে দু*র্নী*তিগ্রস্ত দাবী করে বামনার বুকাবুনিয়া ইউনিয়নে পুনঃরায় বদলীর আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ ১১ /১০/২০২৫ রোজ শনিবার সন্ধ্যায় ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের দূ*র্নী*তিবাজ তহশিলদার মোঃ দেলোয়ার হোসেনকে পুনঃরায় বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার হিসেবে বদলীর অফিস আদেশ দিয়েছেন।
বিষয়টি বুকাবুনিয়া এলাকাবাসী জানতে পারলে পুনঃরায় না দেওয়ার দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সুলতান ফরাজী, মোঃ সুমন আহম্মেদ মোল্লা প্রমূখ।
বামনার বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের পুনঃরায় বদলি হওয়া,এ বিষয়ে বরগুনার বেতাগী উপজেলার হোসনেয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হয় হোসনাবাদ এলাকায় আপনার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং আপনাকে বদলি করা হয়েছে কেন / এবং ২০২১-২২ বামনায় কর্মরত অবস্হায় কেন ওয়েসডি করে প্রত্যাহার করা হয় তিনি বলেন সরকারে স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে এলাকার প্রভাবশালিদের চোখে শত্রু হয়েছি।
এ বিষয়ে বরগুনার বামনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান তিনি আমাদের কাছে শুনেছেন এবং বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে জানাবেন।
এই বাংলা/এমএস
টপিক