25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

‎চুনারুঘাটের সন্তান সাঞ্জু বাড়াইকের মর্মান্তিক মৃত্যু: জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে প্রাণ বিসর্জন

আরও পড়ুন

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও চা শ্রমিক পরিবারের মেধাবী সন্তান সাঞ্জু বাড়াইক (পূর্ণ নাম সঞ্জয় বাড়াইক) জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। রোববার (১৪ জুলাই) ভোর ৫টা ৩৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।

‎সাঞ্জু নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাওতার লাইন এলাকায়।

‎ঘটনার আগে, রাত ১২টা ৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি সকলের কাছে ক্ষমা চান। লেখেন—
‎”আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি… আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী… আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার…”

‎হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতেই সাঞ্জু ছাদে যান এবং প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরে তিনি নিচে লাফ দেন।

‎জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, “সকালে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করতে গিয়ে বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন একজন শিক্ষার্থী নিচে পড়ে আছেন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

‎হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে কয়েকজন মিলে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎চা শ্রমিক পরিবারের এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, তাঁর সহপাঠী ও নিজ এলাকার মানুষজন গভীরভাবে শোকাহত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর