25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে লালপুরে ইউএনও’র ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে রবিউল ইসলাম শান্ত (২৫) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীরা।

গতকাল বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর চিনিরবটতলা এলাকায় শান্তকে আটক করে স্থানীয়রা। পরে লালপুর থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। শান্ত লালপুর উপজেলার পালিদাহ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী রোজিনা বেগম লালপুর থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বাকি অভিযুক্তরা হলেন গৌরিপুর গ্রামের বশির উদ্দিন ও পালিদাহ গ্রামের আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম স্বপন।

ভুক্তভোগীদের অভিযোগ, দেড় বছর আগে সরকারি ঘর, টিউবওয়েল, সাবমারসিবল পাম্প ও বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রবিউল ইসলাম শান্ত ও তার মামা বশির উদ্দিন বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেন। তখন বশির নিজেকে ইউএনও হিসেবে পরিচয় দেন বলেও দাবি করেন তারা।

তারা আরও জানান, দেড় বছর কেটে গেলেও তারা কোনো সুবিধা পাননি, শুধু যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা ধরনের তালবাহানা শুরু করেন। অবশেষে বুধবার শান্তকে আটক করে পুলিশে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে শান্ত বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির প্রলোভনে নাহিদ নামে এক যুবকের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়েছিলেন। তবে সরকারি ঘর ও টিউবওয়েল দেওয়ার নামে তার মামা বশির উদ্দিনই টাকা নিয়েছেন। তারা ইউএনও’র পরিচয় দেননি বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিষয়ে যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর