মোঃসুমন মিয়া (বকশীগঞ্জ)
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্বিতীয়বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন এবং পুলিশ সদর দফতর কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলা পুলিশ তাকে এই স্বীকৃতি দিয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে জামালপুর পুলিশ লাইনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই পুরস্কার প্রদান করা হয়। জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম-এর হাত থেকে ওসি খন্দকার শাকের আহমেদ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।
জানা গেছে, বকশীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই ওসি খন্দকার শাকের আহমেদ মাদকবিরোধী একাধিক সফল অভিযান পরিচালনা, দ্রুত মামলা নিষ্পত্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননায় ভূষিত করা হয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই স্বীকৃতি তার পেশাগত জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি এই অর্জন ধরে রাখতে বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্য এবং উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কাম্য।।