25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়া থানার নতুন ওসি মোঃ নুরুজ্জামান

আরও পড়ুন

মহিউদ্দীন চৌধুরী (পটিয়া, চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন পাশ্ববর্তী চন্দনাইশ থানার ওসি মো: নুরুজ্জামান। এর আগে একই থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা পটিয়া থানায় যোগদান করেন।

মো: নুরুজ্জামান পূর্বে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছিলেন। ইন্সপেক্টর মো: নুরুজ্জামান ২০১০ সালে ৩২তম ব্যাচ বাংলাদেশ পুলিশ বাহিনী (সাব- ইন্সপেক্টর) পদে যোগদান করেন। ২০২২ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।

তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন সহ বিভিন্ন থানায় অত্যন্ত সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ইন্সপেক্টর মো: নুরুজ্জামান লক্ষীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেখা গেছে  চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় ও  বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ারকে চন্দনাইশ থানায় স্থলাভিষিক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর