25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা।

আরও পড়ুন

মহিনুল ইসলাম সুজন (ডিমলা, নীলফামারী)

নীলফামারীর ডিমলায় দুই দিনের ব্যবধানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ ও বালু বহনে জড়িত একটি ট্রাক্টর (ট্রলি) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়,শনিবার(৫ জুলাই) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে একটি মেশিন জব্দ করা হয়।অপরদিকে শুক্রবার (৪ জুলাই) শেষ বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় নাউতারা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয় ও বালু পরিবহনে জড়িত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব‍্যব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ফারজানা আখতার।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর