26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে বড়াইগ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষ এনসিপি নেতা সহ আহত- ৬

আরও পড়ুন

আল আমিন (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড়াইগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সদস্য সচিব নুহ ইসলাম সহ আহত হয়েছে ৬ জন। এদের মধ্যে মুরাদ আলী ওরফে কালু হাজীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনসিপি নেতা সহ অন্যান্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এনসিপি নেতা নুহ ইসলামের বাড়ি সংলগ্ন দীর্ঘবছরের ব্যবহৃত কাঁচা রাস্তাটি ব্যাপক কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার সকালে এ রাস্তাটি নিজেদের অর্থায়নে ইটের খোয়া ও বালি ফেলে মেরামত করতে যায়। কিছু কাজ করার পর ওই রাস্তাটির জায়গা নিজের দাবি করে মেরামতের কাজে বাঁধা দেয় মুরাদ আলী ওরফে কালু হাজী। এ সময় ওখানে উপস্থিত এনসিপি নেতা নুহ ইসলামের সাথে বাক বিতন্ডা হলে এক পর্যায়ে লাঠি, হাসুয়া নিয়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রক্তাক্ত আহত হয় মুরাদ আলী ওরফে কালু হাজী (৭০) তার ছেলে সেলিম ইসলাম (৪৫) ও পুত্রবধূ মিতা খাতুন (৩৫)। অপর দিকে আহত হয় রফিকুল ইসলাম ওরফে রাফি হাজী (৬০), তার বড় ছেলে শামীম ইসলাম (২৭) ও ছোট ছেলে নুহ ইসলাম (২৫)। আরও জানা যায়, এই জমি নিয়ে নুহের পিতা রাফি হাজী ও প্রতিবেশী কালু হাজীর বিরোধ দীর্ঘদিনের। আদালতে মামলাও ছিলো যা পরবর্তীতে রাফি হাজীর পক্ষে ডিক্রি হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর