25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

সমতল ভূমি ছাড়াও পাহাড়ের পাদদেশে এদের দেখা মেলে গো শালিক

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

আমাদের প্রকৃতিতে নানান প্রজাতির পাখির সমারোহ। নানা রকমের চরিত্র তাদের। কোনোটা বনের পাখি। কোনোটা শহরের পাখি। কোনোটা আবার বিল-হাওরের পাখি। স্বভাব-চরিত্র ভেদেই তাদের জীবন সম্পূর্ণ হয় পরিপূর্ণতার দিকে।

স্থানীয় প্রজাতির পাখি গো-শালিক বা গোবরে শালিক খুবই নজরে পড়ে। সমতল ভূমি ছাড়াও পাহাড়ের পাদদেশে এদের দেখা মেলে। চালচলনে নোংরা, পরিচ্ছন্নতা নেই।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা অঞ্চলে বিস্তৃতি রয়েছে এদের। মানুষের কাছাকাছি বিচরণ করলেও প্রজাতির অন্যদের মতো বসতঘরের কাছে ভেড়ে না। যেমনটি ভেড়ে ভাত-শালিক কিংবা ঝুঁটি শালিকরা। মূলত এদের পছন্দ খোলা মাঠ-প্রান্তর। সারা দিন ঘুরে বেড়ায় মাঠ-প্রান্তরেই। গবাদি পশুর মল ঘেঁটে পোকামাকড় ধরে খায়। গবাদি পশুর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নামকরণ হয়েছে গো-শালিক। আবার গবাদি পশুর পিঠে চড়ে খানিকটা ঘুরেও বেড়ায়। কণ্ঠস্বর মিষ্টি। স্বভাবে ফুর্তিবাজ। পোষও মানে। শেখালে কথাও বলতে পারে, তবে ভাত শালিকের মতো কথা বলায় অতটা পারদর্শী নয়।

পাখির বাংলা নাম : গো-শালিক, ইংরেজি নাম : ‘এশিয়ান পায়েড স্টার্লিং’, (Asian Pied Starling)। বৈজ্ঞানিক নাম : Sturnus contra। দেশে প্রায় ১০ প্রজাতির শালিক নজরে পড়ে। যথাক্রমে : গো-শালিক, ভাত-শালিক, ঝুঁটি-শালিক, গাঙ-শালিক, পাতি কাঠশালিক, গোলাপি কাঠশালিক, চিতিপাখ গোশালিক, খয়রালেজ কাঠশালিক, বামুন কাঠশালিক ও ধলাতলা শালিক। প্রজাতির গড় দৈর্ঘ্য ২২-২৩ সেন্টিমিটার। মাথা, গলা ও ঘাড় কালো। চোখের নিচ থেকে ঘাড় পর্যন্ত সাদা পট্টি। পিঠ ধূসর কালো। ডানায় সাদা টান। দেহের নিম্নাংশের পালক সাদা। ঠোঁটের গোড়া গাঢ় কমলা, অগ্রভাগ সাদাটে। পা হলদেটে। স্ত্রী-পুরুষ একই রকম। প্রজনন মৌসুমে উভয়েরই ঠোঁটের বর্ণ বদলায়। অবশ্য সবার ক্ষেত্রে সেটি না-ও ঘটতে পারে এদের প্রধান খাবার : পোকামাকড় , কেঁচো ইত্যাদি। এ ছাড়াও মাদার ও শিমুল ফুলের মধু এদের পছন্দ। প্রজনন মৌসুম মার্চ থেকে সেপ্টেম্বর। বাসা বাঁধে কাঁটাওয়ালা গাছে। এ ছাড়াও টেলিগ্রাম টেলিফোনের থাম-তারের সংযোগস্থলে অগোছালো বাসা বাঁধে। বাসা বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করে শুকনো ঘাস, লতাপাতা, দড়ি, কাপড়ের টুকরো ইত্যাদি। ডিম পাড়ে ৪-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর