25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙ্গাবালীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ ।। সন্ধানে ডুবুরি দল

আরও পড়ুন

গোপাল হালদার (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শিরাজ খান।

প্রত্যক্ষদর্শী ও জেলে সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের একটি মাছ ধরার ট্রলারে করে সাগরে যান আল-আমিনসহ একদল জেলে। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে এসে পৌঁছায়। ঘাটে ট্রলার ভেড়ানোর সময় রশি দিয়ে ট্রলার বাঁধার উদ্দেশ্যে পন্টুনে নামতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান আল-আমিন। এ সময় তার মাথায় আঘাত লাগে এবং মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান।

সঙ্গে থাকা জেলেরা জানান, দুর্ঘটনার পরপরই তারা উদ্ধার অভিযানে নামেন, কিন্তু কোনোভাবেই আল-আমিনের সন্ধান পাননি। ঘটনাস্থল চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে এখনও দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন। নদীর স্রোত ও গভীরতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। খুব শিগগিরই তারা এসে জোড়ালোভাবে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

এদিকে নিখোঁজ জেলে আল-আমিনের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তার খোঁজ মেলার আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর