24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন, মৃত্যুর সংখ্যা বেড়ে ২২

আরও পড়ুন

ডেস্ক রিপোর্ট :::

বরগুনায় ডেঙ্গুতে আরও নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।

সোমবার বিকালে বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা জানান, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯, বেতাগী উপজেলায় ২ জন, আমতলী এবং পাথরঘাটা উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৯০ জন, আমতলী উপজেলায় ৩ জন, বেতাগী উপজেলায় ৪ জন, বামনা উপজেলায় ১১ জন, পাথরঘাটা উপজেলায় ৭ জন এবং তালতলী উপজেলায় ৯ জন।

জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৩ জন, তালতলী উপজেলায় ২২ জন, বামনা উপজেলায় ৫৫ জন, বেতাগী উপজেলায় ১৬ জন এবং আমতলী উপজেলায় ১৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ৯৩ জন।

অন্যদিকে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জনের সবার বাড়ি সদর উপজেলায়।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর