24.3 C
Dhaka
Friday, October 3, 2025

খাগড়াছড়িতে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ১১তম ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা সদরের মধুপুরস্থ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল একেএম আওলাদ হোসেন।

৪ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৪ টি কনটেনজেনের ১ শ ৭০ জন নবীন কনস্টেবল শপথ গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীতে পদার্পণ করেন।

প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, ভয়ভীতি, লোভ ও প্রতিবন্ধকতাকে এড়িয়ে আজ থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মনোবল কাজে লাগিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় ব্রত থাকতে হবে। বৈষম্যহীন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার নির্দেশ দেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে পারদর্শী শ্রেষ্ঠ সৈনিকদের হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর