25 C
Dhaka
Thursday, October 2, 2025

চুনারুঘাটে দুই ভাইয়ের পরপর মৃত্যু ।। এলাকায় নেমেছে শোকের ছায়া

আরও পড়ুন

স্বপন রবি দাশ (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকাবহ পরিবেশ বিরাজ করছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

জানা যায়, চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের উত্তর দেওরগাছ গ্রামে মরহুম মিয়াধন মিয়ার দুই ছেলে—মোহাম্মদ ফজলুর রহমান (৬৫) ও মোহাম্মদ শিবলু মিয়া (৫৮) শুক্রবার (২০ জুন) নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান মারা যান। এরপর সকাল ৯টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন ছোট ভাই মোহাম্মদ শিবলু মিয়া।

স্থানীয়রা জানান, দুই ভাই-ই ব্যক্তিগত জীবনে সদালাপী ও পরোপকারী ছিলেন। সমাজসেবায় তাঁদের অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম।

পারিবারিকভাবে জানানো হয়েছে, দুই ভাইয়ের জানাজা ও দাফন একইসঙ্গে সম্পন্ন করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর