25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে প্রার্থী নির্ধারণে দায়িত্বশীলদের ভোটাভুটি

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

মুক্তির মুলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র” স্লোগানে পথচলা ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়িতে প্রার্থী ঘোষণায় ভোটাখুটি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ আনুষ্ঠিক আয়োজন করা হয়।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রার্থী নির্ধারনে তৃণমুল দায়িত্বশীলদের মতামতসহ ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্ধারন প্রক্রিয়ায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা।

সংগঠনটির খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আইনজীবী পরিষদ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এ্যডভোকেট পারভেজ তালুকদার,সম্ভাব্য খাগড়াছড়ি এমপি প্রার্থী, সংগঠনের খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা মো: আবদুল জব্বার গাজী, যুব নেতা আশরাফুল ইসলাম প্রমূখ।

দেশের অতন্দ্র প্রহরী হয়ে কাজ আহ্বান জানিয়ে এতে বক্তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করতে চাই বলে জানান বক্তারা। এ সময় জনগণের মতামত সত্যের পথে ভোটের মধ্য দিয়ে কাজ করতে দেশবাসীর সহায়তা চান সংগঠনটির নেতারা।

প্রার্থীতা নির্ধারণ করেই কাজ শেষ নয় আমাদের। দেশকে জুলুম অত্যাচার ও দুর্নীতি মুক্ত রাষ্ট্র নির্মানে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা। এতে বক্তারা, ইসলামী আন্দোলন জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে কঠোর আন্দোলন গড়ে তুলেছিলো বলে জানিয়ে আগামীতেও যে কোন অন্যায় এর বিরুদ্ধে লড়াই করবে বলে হুশিয়ারি জানান।

পরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রার্থী হিসেবে তৃণমুল দায়িত্বশীলরা ভোটা দেন। পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর