আল আমিন (নাটোর)
নাটোরে শরিফুল (৩১) নামের ধর্ষণচেষ্টাকারী এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস আলীর ছেলে শরিফুল (৩১) একই গ্রামের ছবিরন (৪০) নামের এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়।
নাটোর সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকিয়ে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে শরিফুল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোর আর্মি ক্যাম্পে জানানো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরবর্তীতে সেনাবাহিনী অভিযুক্ত শরিফুলকে আইনি প্রক্রিয়ার জন্য নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।