বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নামে নতুন সংগঠনের যাত্রা শুরু হলো খাগড়াছড়িতে । খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে সকাল ১০:৩০ মিনিটের দিকে খাগড়াছড়ি ৯ উপজেলার সনাতনী প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, এ সভায় সর্বসম্মতিক্রমে “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট” নামে একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার কে সভাপতি, সিনিয়র সহ- সভাপতি সাধন দে ( বিএনপি সাধন ), মানিকছড়ি উপজেলার সনাতনী নেতা বাবুল দেওয়ানজী কে সাধারণ সম্পাদক , সহ- সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, সমীর কান্তি সাহা সাংগঠনিক সম্পাদক ও , সাধন পাল কে যুগ্ম সম্পাদক করে আংশিক খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের খাগড়াছড়ি জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি কিছুদিনের মধ্যেই করা হবে। সভায় আরো সিদ্ধান্ত হয় যে অতি দ্রুত খাগড়াছড়ির সকল উপজেলার প্রতিনিধিদের নিয়ে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে খু্ব দ্রুত সময়ের মধ্যেই এবং উপজেলা কমিটিও গঠন করা হবে।