27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নবীগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, আটক ৩

আরও পড়ুন

স্বপন রবি দাশ

(হবিগঞ্জ প্রতিনিধি)

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামে চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম কিলিশ সরকার (৪০)। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি খড়িয়া গ্রামের সবুজ মিয়ার দোকান থেকে কয়েকটি কোকা (খুইচ্ছা ধরার যন্ত্র) চুরি হয়। এ ঘটনার সাথে কিলিশ সরকারের সম্পৃক্ততা রয়েছে এমন সন্দেহে মঙ্গলবার রাতে একই গ্রামের কিছু ব্যক্তি তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে মতিলাল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে নিয়ে গিয়ে কিলিশকে বেধড়ক মারধর করা হয়।

মারধরের ফলে কিলিশ গুরুতর আহত হন। প্রথমে তাকে নবীগঞ্জ থানায় নেওয়া হয় এবং পরে রাত সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিলিশের মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর