25 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জ ডিসি অফিসে জাল পর্চা জালিয়াতি ।। দুই প্রতারক গ্রেফতার

আরও পড়ুন

স্বপন রবি দাশ(হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে ভুয়া পর্চা ও সরকারি কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

বৃহস্পতিবার সদর থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই প্রতারককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-বানিয়াচং উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সাবালাক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৮) এবং সদর উপজেলার বড়বহুলা গ্রামের মৃত মারফত উল্লাহর ছেলে আব্দুল কুদ্দুস (৬২)। তাদের কাছ থেকে জাল পর্চা, ভূয়া সনদপত্র ও সরকারি সিলমোহর জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, “তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে চক্রটির মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।”

অভিযোগ রয়েছে, ডিসি অফিসের কিছু অসাধু কর্মচারীর ছত্রছায়ায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জাল কাগজপত্র সরবরাহ করে প্রতারণা করে আসছে। জমি নামজারি, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজে আসা সেবা গ্রহীতাদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে।

সচেতন মহলের দাবি, এ ধরনের জালিয়াতি বন্ধে রেকর্ড রুমে নজরদারি বাড়ানো ও দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর