25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

হবিগঞ্জে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

আরও পড়ুন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ মে) সকালে আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জে আগমনের সময় পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

কনফারেন্সে বিচার বিভাগ ও পুলিশ বিভাগের মধ্যে সমন্বয়, বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, মামলার দ্রুত নিষ্পত্তি, সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয়মূলক কনফারেন্স বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর