25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মিভূত-১৫ লাখ টাকার ক্ষতি

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি:::

নাটোর শহরে আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত আগুন সারা দোকানে ছড়িয়ে পড়ে। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা পুড়ে যায়। দোকানে ফোম, তুলা, পদ্দা কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল।

দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠ্যৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভিতরে সবকিছু পুড়ে যায়। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারো ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা কাজ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর