26 C
Dhaka
Thursday, October 2, 2025

চুনারুঘাটে ভারত থেকে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

আরও পড়ুন

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুশইন হওয়া ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে ভা
রতের হরিয়ানা রাজ্যে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখানে দীর্ঘদিন বসবাসের পর সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পুশইন হওয়া ব্যক্তিরা হলেন:
লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ইসলামের স্ত্রী জেসমিন (২৩), ইসলামের মেয়ে রেশমা (৫), ইসমাইলের স্ত্রী কাকলি বেগম (২২), ইসমাইলের ছেলে শাহজাহান (২), তাদের আত্মীয় নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪) ও ছখিনা (৬০)।

ওসি মো. নূর আলম জানান, “পুশইন হওয়া সবাই বর্তমানে বিজিবির কালেঙ্গা সীমান্ত ফাঁড়িতে নিরাপদে অবস্থান করছেন। পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর